সময়ের বার্তাপ্রধানকে পুলিশি হয়রানি, সাংবাদিকদের ক্ষোভ

Passenger Voice    |    ০৪:৪৭ পিএম, ২০২৩-০২-০৪


সময়ের বার্তাপ্রধানকে পুলিশি হয়রানি, সাংবাদিকদের ক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইনে সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সাংবাদিকরা।

পরে আশুলিয়া প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ সমাবেশে অংশ নেন সাংবাদিক নেতারা।

সাংবাদিকরা বলেন, রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরনের অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে।

ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা আরও বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও, তার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা।  সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নিবর্তনের ধারাগুলো বাতিলের জোর দাবি জানানো হয়।

সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয়ের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন, এশিয়ান টেলিভিশনের রিপোর্টার ও আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন, যমুনা টিভির সাংবাদিক মাহফুজুর রহমান নিপু, এটিএন নিউজের জাহিদ হাসান সাকিল, ডিবিসি নিউজের শফি মাহমুদ চৌধুরী, যুগান্তর পত্রিকার মেহেদী হাসান মিঠু, চ্যানেল ২৪ এর অপু ওহাব, মাইটিভির আনোয়ার হোসেন ও আরটিভির জিয়াউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০২২ সালের ৮ আগস্ট  ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে সময় টিভিতে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে  মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সময় টেলিভিশনের বার্তাপ্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

প্যা.ভ.ম